ঢাকা শহরে ঘটে যাচ্ছে একের পর এক অগ্নিকাণ্ড । এত ঘন ঘন অগ্নিকাণ্ড: জীবনের মূল্য কি কমছে? !!!!! সচেতন না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। আগুন লাগার পরে আফসোস না করে আগুন লাগার আগে ঠিকঠাক প্রস্তুতি নেন। নাইলে এইরকম আগুন আরো লাগবে। এইরকম রায়ট আরো দেখবেন।
আজ ঢাকার অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌ বাহিনী, সবাই মিলেও সেই অগ্নিকান্ডের আগুন নেভাতে হিম সিম খেয়েছে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিস অফিসে হামলা হয়েছে । কিন্তু আমার প্রশ্ন হল এমন ঘটনা কেন ঘটছে বার বার?
এরকম ঘটনা তো ঢাকা শহরে প্রতি বছর ঘটে কিন্তু কেউ এর প্রতিকারের জন্য চিন্তা করে না। আমাদের যে ব্যাবস্থাগুলা থাকা প্রয়োজন যেমন আগুন নেভানোর জন্য এক্সটিঙ্গুইশার, স্প্রিংক্লার সচেতন করার জন্য এলারম সিস্টেম কিংবা জীবন রক্ষার ফার্স্ট এইড, ফায়ার এস্কেপ বা প্রপার ট্রেইনিং, ইত্যাদি নাই কেন? তাহলে জান ও মাল উভয় রক্ষা পেত।










