কোরানে রয়েছে অনেক ভুল তথ্য ! তারমধ্যে এখানে আমি কোরানের ১১ টি মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত, একটি প্রত্যাদেশগত এবং একটি নীতি বিষয়ক – মোট ১৩ টি ভুল ধরিয়ে দিলাম। কারও সাধ্য থাকলে আমাকে ভুল প্রমান করুন. এটা আমার ওপেন চ্যালেঞ্জ!! কেও যদি আমার যুক্তি-প্রমান খণ্ডন করতে পারেন, তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে !!!
উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র। হ্যা, আপনি ঠিকই পড়েছেন। এটা লেখা আছে কোরানের ৩৭ নং সূরা – সূরা আস-সাফফাত এর ৬-১০ নম্বর আয়াতে।
“নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি । এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।Continue reading →
মুসলমানদের দাবি যে কোরান আল্লাহ্র বানী, এতে একটা ভুল ও নেই, থাকতে পারেনা। যদি এতে একটাও ভুল পাওয়া যায় তবে এই কুরআন মিথ্যা বলে প্রমাণিত হবে । দুঃখের বিষয় হল কোরানে অনেক ভুল থাকা সত্ত্বেও মুমিনরা এই ভুল গুলো মেনে নেয় না । তারা একের পর এক আর্গুমেন্ট এনে খাড়া করে এবং এক ধরনের মেন্টাল জিমনাস্টিক করে এই ভুল গুলোকে সহিহ করে নেয়।
যারা বলেন যে কোরানে কোন বৈজ্ঞানিক ভুল নেই, কোরানের সাথে বিজ্ঞানের সাথে কোন সংঘর্ষ নেই অথবা কোরানে অমুক জিনিষ ১৪০০ বছর আগেই বলা ছিল, তাদের জবাবে অনেক গুলো লেখা অলরেডি লিখেছি কিন্তু মনে হচ্ছে তারা এগুলো পড়েনি বা মাথায় ঢুকে নি তাই তারা এখনো ত্যানা পেচিয়ে যাচ্ছে। Continue reading →
আমার খুব ই দুঃখ লাগে যে মানুষ আরবি না জেনে এবং কোরান হাদিস তফসির না পড়ে, নিজেদের মন গড়া ব্যাক্ষা দেয় এবং অসৎ উপায় অবলম্বন করে। জাকির নাইক যে ভিডিও টা দিয়েছেন, আপনার জানা উচিৎ যে জাকির নাইক একজন অসাধু ধর্ম ব্যবসায়ী, এবং কোন আরবি জানা লোক নয়। কোরানে স্পষ্ট ভাবে বলা আছে যে তিনি ওই স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায় এবং সে সূর্য কে একটি পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তার মানে কি পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্য আসলেই অস্ত যায়? কোরানে কোথাও বলা হয় নি যে এটা যুলকারনাইনের কাছে মনে হয়েছে। Continue reading →