ইসলাম সকল মানুষকে সমান মনে করে না

images (51)

ইসলাম সকল মানুষকে সমান মনে করে না এবং সবার সমঅধিকার বিশ্বাস ও করে না । মুমিনরা বিধর্মীদের মানুষ মনে করে না। মাদ্রাসায় শেখানো হয় কাফের রা জাহান্নামী। এমন কি শিক্ষিত অনেক মানুষকে বলতে শুনেছি হিন্দুদের গায়ে গন্ধ থাকে।

মুমিনরা প্রায়ই বলে থাকে গণতন্ত্র ইসলামে হারাম। নারী নেতৃত্ব হারাম এবং নারী ও পুরুষের সমান নয়।

আমি একজন হুযুরকে বলতে শুনেছি যে সব মানুষ সমান হলে দুনিয়া চলবে না। আপনার মেথর প্রয়োজন, মুচি প্রয়োজন, শ্রমিক প্রয়োজন। সব মানুষ সমান হলে এসব কাজ কে করবে?

তো মুমিনরা কি মানুষের কাজ অনুযায়ী তাদের বিভেদ করেন?

বাংলাদেশের বেশির ভাগ মানুষ অশিক্ষিত এবং গরীব। কিন্তু তাই বলে মানুষ হিসেবে তাদের অস্বীকার করা যাবে কি? সবার গনতান্ত্রিক অধিকার সমান।

আমি বিদেশে দেখেছি একজন কি কাজ করে তা দিয়ে বিচার করা হয় না। মানুষকে মানুষ ই মনে করা হয়। এক সময় পৃথিবীর কিছু দেশে মানুষের বর্ণ এবং সামাজিক স্ট্যাটাস দেখে বিভেদ করা হত। কিন্তু সেই সব দেশ পৃথিবীতে এগিয়ে গেছে যারা সকল প্রকার বিভেদ পরিহার করতে পেরেছে। এটা হতে বাংলাদেশে কতো সময় প্রয়োজন?

Leave a comment