“ইহারা ছহিহ মুমিন নয়” কথাটা যে শুধু মুসলমানরাই বলে সেটা নয়। এটা প্রতিটি ধর্মের একটা কমন এক্সকিউজ বলতে পারেন। বিদেশেও Abortion Clinic এ বোমা হামলা অথবা মসজিদে গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা ঘটে।
আগেও অনেক বার লজিকাল ফ্যালাসি নিয়ে লিখেছি। কিন্তু তার পরেও অনেকে সেগুলো বুঝেন নি বা পড়েন নি, এবং একই জিনিষ নিয়ে বার বার তর্ক করেন। আজ এমন কিছু কমন লজিকাল ফ্যালাসি নিয়ে লিখছি।
মনে করেন আপনি স্কুল বা কলেজের কোন ক্লাসে গেছেন। গিয়ে আপনি সিউর যে আপনি ঠিক ক্লাসে আছেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন একজন নতুন প্রফেসর পড়াচ্ছেন। আপনি তখন ভাবলেন, ও, আজকে সাবস্টিটিউট টিচার এসেছে। তার পর টিচার যখন পড়ানো শুরু করল, সেটা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তখন আপনি আসে পাশে চেয়ে দেখলেন আপনার বন্ধুরা কেউ নেই। তারপরেও আপনি ভাবলেন আপনার বন্ধুরা সবাই এবসেন্ট, নতুন ছাত্ররা ভর্তি হয়েছে।
আজকে একটি লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করব যেটা হল Argumentum ad Hominem অথবা ব্যাক্তিগত আক্রমণ।
দুঃখের বিষয় হল, আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষেরো বেসিক কিছু লজিক বিষয় জ্ঞান কম আছে। যার কারনে তারা লজিকাল ফ্যালাসি (logical fallacy) বা কুযুক্তি গুলোতে অবতরণ করেন, এবং তর্কের সময় যুক্তি না দিয়ে ব্যাক্তিগত আক্রমন করে থাকেন।