মুমিনরা যদি সামান্য কিছু যুক্তি তর্ক শিখে তারপর তর্কে আসে তবে ভালো হয়। প্রথম কথা হচ্ছে আর্গুমেন্ট আর প্রমাণের মধ্যে পার্থক্য কি সেটা শিখে নিন আগে। একটি লজিকালি সাউন্ড এবং সত্য প্রেমিসের উপর দাঁড়ানো Conclusion ও ভুল হতে পারে।
আগেও অনেক বার লজিকাল ফ্যালাসি নিয়ে লিখেছি। কিন্তু তার পরেও অনেকে সেগুলো বুঝেন নি বা পড়েন নি, এবং একই জিনিষ নিয়ে বার বার তর্ক করেন। আজ এমন কিছু কমন লজিকাল ফ্যালাসি নিয়ে লিখছি।