নাস্তিক্যবাদ মানবতা ও বিজ্ঞান

logic

নাস্তিক্যবাদের সাথে মানবতার বা বিজ্ঞানের কোন সম্পর্ক নেই। এটা শুধু ঈশ্বরে অবিশ্বাস মাত্র। কিন্তু তবুও বিজ্ঞান, যুক্তি এবং মানবতা নাস্তিক্যবাদের সাথে জড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে যখন শুনি কারো রোগ হলে তাকে ঝাড় ফুক করা হচ্ছে অথবা পানি পড়া দেওয়া হচ্ছে। এপিলেপ্সির রুগিকে জীনে ধরেছে মনে করে মার ধোর করা হচ্ছে। জীনের প্রমাণ চাইলে অজুহাত দেখানো যে “বিজ্ঞান এখনো এত দূর পৌছায় নি কিন্তু জীন আছে হ” এডা কোরানে আছে” – তখন বিজ্ঞান দিয়ে ছাড়া বুঝানোর উপায় নেই।

Continue reading