প্রমাণ ছাড়া ধর্মকে সত্য বলে প্রচার করা অসৎ কাজ!
অনেক ধার্মিকরা মনে করেন যে নাস্তিকরা সৎ মানবিক এবং নৈতিক হতে পারেনা। আর হবেই বা কেন? তাদের তো অদৃশ্য কোন সত্ত্বার কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু বাস্তবে দেখা যায় ঠিক তার উল্টোটা। যে সব দেশে ধর্মের প্রভাব নেই বললেই চলে, সে সব দেশে অপরাধ অনেক কমে গেছে। জেল খানায় গেলে দেখা যায় নাস্তিক নেই, ধার্মিকরাই বেশি। সেটা যে দেশের জেল ই হোক। অনেক গুলো দেশের জেল খানা বন্ধ হয়ে যাচ্ছে অপরাধীর অভাবে।
ইসলামে ছবি তোলা, সিনেমা দেখা, গান বাজনা এসব কিছুই হারাম
ইংলিশে একটা কথা আছে যে “more catholic than the pope”
অর্থাৎ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমাদের দেশের মুমিনদের অবস্থা হল সেই রকম। ইসলামে ছবি তোলা, সিনেমা দেখা, গান বাজনা এসব কিছুই হারাম । কিন্তু আরবের কোন দেশ ই এখন এগুলো মানেনা। এমন কি মেয়েদের পর্দা করা এবং “অভিভাবক ছাড়া বাইরে যেতে পারবে না” – এটাও আরব দেশ গুলোতে পরিবর্তন হয়ে গেছে। কিছু দিন আগে নারীদের গাড়ির লাইসেন্স দেওয়ার অনুমতি হয়ে গেছে। অনেকেই এখন টি সার্ট আর জিন্স পরে বাইরে যাচ্ছে। শুধু কিছু কিছু অনুন্নত মুসলিম দেশে, যেমন পাকিস্তান আফগানিস্তান এবং আমাদের দেশের কাঠ মোল্লারা এগুলোর সাথে তাল মিলাতে না পেরে, ইসলাম ইসলাম করে লাফালাফি করে।
এভাবে রাস্তা বন্ধ করে মানুষের সমস্যা করে ইবাদত করা কি ইসলাম সম্মত?
এভাবে ইস্তেমার মাঠের পাশে রাস্তা বন্ধ করে মানুষের সমস্যা করে ইবাদত করা কি ইসলাম সম্মত? আজ হয়তো কোন ইমারজেন্সির রুগি হাসপাতালে সময় মতো পৌছাতে পারবে না। হয়তো কারো চাকরির ইন্টার্ভিউ ছিল কিন্তু সে সময় মতো যেতে না পারায় চাকরি হারাল। হয়তো কারো কোন শিপমেন্ট এয়ারপোর্টে পৌছাতে পারলো না । মাইক বাজানোর জন্য হয়তো কারো পরীক্ষার পড়া নষ্ট হচ্ছে, হয়তো কেউ অসুস্থ হয়ে শব্দ দূষণের জন্য ঘুমাতে পারছে না।
Continue reading
বিশ্বে মুসলমানদের সংখ্যা আড়াইশো কোটিরও বেশী – ছহিহ মুসলিম কারা?
হুজুর বয়ান দিচ্ছিলেনঃ বিশ্বের মুসলমানের সংখ্যা আড়াইশো কোটিরও বেশী।
মুসলমান এখন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মাহশাল্লাহ। একসময় আসবে যখন মুসলমানরা সারা বিশ্ব দখল করে নিবে। তখন সবখানে ইসলাম কায়েম হবে। ইহুদি নাসারা, হিন্দুরা, সবাই মাথা নত করে ইসলামের পথে আসবে না হয় ইসলামি আইন মেনে চলতে হবে।
সুরা অশ্ব ডিম্ব
(আয়াত সংখ্যা এক ডজন। ফেসবুকে অবতীর্ণ)
১) হিং তিং নিং
২) শোন হে মুমিন
৩) এই সেই ডিম্ব যাতে কোন সন্দেহ নেই
৪) তোমরা কি ভেবে দেখনি তাকে
৫) যাকে কেউ সৃষ্টি করেনি,
৬) কিন্ত সে সৃষ্টি করেছে এই বিশ্ব ভ্রমান্ড?
৭) যারা বিশ্বাস করেনা তাদের জন্য আমি রেখেছি কঠিন ডিম্ব সিদ্ধ
৮) সেই ডিম্বকে আমি করেছি উত্তপ্ত
৯) বিশ্বাসীগণ তোমরা ভয় পেওনা,
১০) তোমাদের পুটু থাকবে সুরক্ষিত
১১) আর তাদের সুসংবাদ দাও যারা রেখেছে পরিষ্কার নিতম্ব ।
১২) নিশ্চয় তোমাদিগের জন্যে রয়েছে উন্নত মানের অশ্বডিম্ব।
নাস্তিক্যবাদ নিয়ে ভুল ধারণা এবং আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস

নাস্তিক্যবাদ নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেক কে প্রশ্ন করতে শুনি নাস্তিকরা বিয়ে করে কোন রীতিতে? বা নাস্তিক্যবাদ একটি ধর্ম ইত্যাদি । এমন কি অনেকে নিজেদের নাস্তিক বা অজ্ঞেয়বাদী বা সংশয় বাদী হিসাবে চিহ্নিত করেন, কিন্তু আসলে তারা ব্যাপার গুলো পরিষ্কার ভাবে জানেনা।
Continue reading
কোরানের চ্যালেঞ্জ
এক মুমিন আমাকে চ্যালেঞ্জ করলো পারলে কোরানের মতো একটা আয়াত লিখে দেখাও।
আমি বললাম হিং তিং ছট
মুমিন বলল না না হয় নি। এটা তো কোন অর্থ হয় না।
আমি বললাম তাহলে আলিফ লাম মিমের অর্থ কি?
পাকিস্তানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কে ফাঁসীর আদেশ







