Category Archives: Blog
আমি পরকালে বিশ্বাস করিনা। আসলে আমি যা দেখিনা তা বিশ্বাস করিনা
– আমি পরকালে বিশ্বাস করিনা। আসলে আমি যা দেখিনা তা বিশ্বাস করিনা।
– বাতাস তো দেখা যায় না, আপনি কি বাতাস বিশ্বাস করেন?
– না। আমি বাতাস বিশ্বাস করিনা। আমি বাতাসের অস্তিত্ব মেনে নিয়েছি। আমি জানি বাতাস আছে। এটা কোন বিশ্বাসের বিষয় নয় যে আপনি বিশ্বাস না করলে বাতাস হাওয়ায় মিলিয়ে যাবে। বাতাস আপনার ফুসফুসে আর রক্তের সাথে মিশে আছে। আপনি বিশ্বাস না করলেও বাতাস আছে আর তার কাজ সে করে যাচ্ছে।
– ভালোবাসা তো দেখা যায় না, আপনি কি ভালোবাসায় বিশ্বাস করেন?
– না, একেবারেই না। ভালোবাসা ধোঁকা দেয়। মানুষকে বোকা বানায়। তাই এটা আমি বিশ্বাস করিনা। ভালোবাসার সাথে মিসে আছে স্বার্থ। শুধু মাত্র বাবা মায়ের ভালোবাসায় কোন স্বার্থ নেই। এটাও বিশ্বাসের কোন বিষয় নয়। এটা প্রমাণিত সত্য।


