
একবার জাকির নাইকের এক লেকচারে একজন মেডিকেল স্টুডেন্ট এসে প্রশ্ন করলো বিবর্তন সম্পর্কে ইসলাম কি বলে? এর উত্তরে জাকির নাইক যা বলেছে তা শুনে আমি রীতিমত থান্ডার হয়ে গেলাম। বলে কি এই মূর্খ ডাক্টার? সে কি আসলেই কোন মেডিকেল স্কুল থেকে পাশ করেছে? বিবর্তন তত্ত্ব সম্পর্কে ডঃ নাইক বললেন এটা শুধুমাত্র থিওরি। কোন ফ্যাক্ট না। আসলে বিজ্ঞানের ভাষায় থিওরি, এবং সাধারন ইংরেজী ভাষায় থিওরি যে এক না এটাও এই মূর্খ ডাক্তার জানেন না। বিজ্ঞানে থিওরি (বৈজ্ঞানিক তত্ত্ব) হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা বা ফ্যাক্টের ব্যাখ্যা। এটা কোন অনুমান বা কল্পনা নয় যেমনটা এই ডাক্তার সাহেব বুঝাতে চেয়েছেন। একটি হাইপোথিসিস একটি অব্জারভেশনের উপর নির্ভর হয় এবং সেটা পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে থিওরি হয়।
বিবর্তন তত্ত্ব এমন একটা থিওরি যা বহু প্রমানের মাধ্যমে প্রতিষ্ঠিত। এখন এই ডাক্তার সাহেব আরো একটি হাস্যকর কথা বললেন সেটা হচ্ছে থিওরি নাকি ল হয়। একটা বিজ্ঞানের থিওরি কোন দিন ল হয় না। থিওরি হচ্ছে ভিন্ন একটি জিনিষ এবং ল হচ্ছে ভিন্ন। এমন আগডুম বাগডুম বলে উনি মুমিনদের মাথা কেন নষ্ট করছেন? উনি কি আসলেই মূর্খ নাকি হিপক্রেট? জেনে শুনে সত্য গোপন করছেন? কোনটা?
তথ্য সুত্রঃ –
–ডারউইনের ভুল তত্ত্ব বনাম আদম হাওয়ার ধপাস তত্ত্ব
–বিজ্ঞানে থিওরি (বৈজ্ঞানিক তত্ত্ব)







