সান্তা ক্লজ একটি কাল্পনিক চরিত্র, যিনি ক্রিসমাস উপলক্ষে শিশুদের জন্য উপহার বিতরণ করেন বিশেষত পশ্চিমা সংস্কৃতিতে । ক্রিসমাসের সময় একজন বুড়ো লোককে সব খানে দেখা যায় যার পরনে থাকে লাল জামা, মাথায় টুপি, লম্বা দাড়ী এবং সাথে অনেক উপহার থাকে। হরিন থাকে। এবং একটি বরফে টানা গাড়িও থাকে। এসব কাল্পনিক কাহিনী অনেক পুরানো এবং এর উৎপত্তি মূলত ইউরোপীয় লোককাহিনী এবং ধর্মীয় ঐতিহ্য থেকে হয়েছে। সবাই জানে এগুলা কাল্পনিক কিন্তু এটা তাদের ট্রেডিশন।
আজ কেনো এই কাহিনী বলছি? কারন হচ্ছে পশ্চিমাদের এই কাহিনী ও ইব্রাহীম (আ.) এর কোরবানীর কাহিনী একই । আর মোহাম্মাদের ফেরেস্তার কাহিনী ও । কিন্তু কেউ যদি সান্তা ক্লজকে গালি দেয়, তারা বলে না যে আপনার মৃত্যু দন্ড দিতে হবে। তারা নিজেরাও জানে এগুলা কল্প কাহিনী কিন্তু মুসলমানরা তাদের কল্পকাহিনী এতটাই ভালোবাসে যে সেগুলার সমালোচনা করলে আইডি থাকবে না।

