মুমিনদের অনেকেকেই দেখা যায় এই প্রশ্ন করেন যে ফেরাউনের লাশ কীভাবে এতবছর সমুদ্রের নীচে থাকার পরেও অক্ষত রয়েছে? এটা আল্লাহ্ ও কোরানের মোজেজা! কাফেরদের জন্য নিদর্শন সরূপ!! এর পরেও কি কাফের রা ঈমান আনবে না? ইত্যাদি ইত্যাদি ।
এর মধ্যে তারা আবার ডঃ মরিস বুকাইলির রেফারেন্স ও টেনে আনেন। তিনি একটা বই লিখেছিলেন কুরআন ও আধুনিক বিজ্ঞান । তিনি নাকি এটা নিশ্চিত হয়ে বলেছেন যে মিশরের মমির গায়ে যে লবণ পাওয়া যায় সেটা নীল নদের থেকে এসেছে, এবং এটাই প্রমাণ করে যে কোরান সত্য। কিন্তু তাদের এই দাবী গুলি কতটুকু সত্যি?


Well written bro!
🙂
LikeLiked by 1 person
thanks
LikeLike
ধন্যবাদ
LikeLike
Pingback: কুরআনে কতসব আজগুবি কাহিনী বিবৃত হয়েছে যা মুসলিমরা অন্ধ অন্ধভাবে বিশ্বাস করে থাকেন: | সত্যের সন্ধ