ভারতের মুসলমান হত্যা নিয়ে বাংলাদেশ

Screen-Shot-2018-09-11-at-11.20.22-PM-669x272

ভারতের মুসলমান হত্যা নিয়ে বাংলাদেশে যে সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তার একাংশ সেন্টিমেন্ট ও আমাদের নিজেদের দেশের ব্লগার হত্যার বিরুদ্ধে বা হিন্দুদের এবং সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তৈরি হয় না, কেন? বাংলাদেশের মানুষরা কোথাকার কোন ইয়েমেন, বার্মা, ভারত, তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, এসব নিয়ে ব্যাস্ত। তার কারণ কি? কারণ একটাই, তারা মুসলমান।

যেহেতু তারা একই ধর্মের বা একই ধরনের Delusion মধ্যে আছে, তাই তারা ভাই ভাই। ভারতের মুসলমানদের নিয়ে বাংলাদেশের মোল্লারা মোদীকে ধুয়ে ফেলছে। মোদীর বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হচ্ছে।

পিছিয়ে নেই মডারেট মুসলিমরাও। চীনের করোনা ভাইরাস নিয়ে উৎফুল্ল হয়ে আর ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ফেসবুক ভাসিয়ে ফেলছেন।

কিন্তু অভিজিৎ হত্যার বিচার চেয়ে কোন দিন কোন কথা বলেছেন কি? বলেন নি কারণ সে একজন নাস্তিক ছিল তাই?

মুখে না বললেও আপনি বিশ্বাস করেন নাস্তিকদের বাংলার মাটিতে স্থান হবেনা। আপনি চান যারা আপনার মতো উদ্ভট জিনিষ বিশ্বাস করেনা, তাদের সাথে সম্পর্ক রাখা যায় না। তাই আপনি রাজাকার সাইদিকে সমর্থন করেন, কিন্তু আপনি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হিন্দুদের নিয়ে কিছু বলেন না, কোন প্রতিবাদ করেন না। কারণ একটাই, তারা আপনার বিশ্বাসে বিশ্বাসী নয়।

Leave a comment