ন ডরাই সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

10262019113440.jpg

বাংলাদেশে বিপদ, ধর্মকে হেয় করার অভিযোগে চরম বিপাকে ‘ন ডরাই’!

‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম কারণ তেনার নাকি ধর্মীয় অনুভূতি আঘাত লাগছে। নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত আয়শা (রা.) সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া, চলচ্চিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। এসব বিষয় মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উসকানির পথ বেছে নিয়েছেন।

নোটিশে চলচ্চিত্রটির সেন্সর বোর্ডের অনুমোদন বাতিল, প্রদর্শনী বন্ধ, এ সংশ্লিষ্ট বই বাজার থেকে প্রত্যাহার এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এই সব মানুষেরাই আমাদের মুক্তচিন্তার এবং প্রগতির পথে অন্তরায়। কারণ এই পুরুশাসিত সমাজে তারাই ডরাই নারী আন্দোলন এবং মুক্তচিন্তার বিকাশ দেখলে।

‘ন ডরাই’-এর আয়শা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মুখে কষে থাপ্পর মেরেছে। সে এই সমাজকে কেয়ার করে না। এই সমাজের সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সে সামনে এদিকে যায়। যে পুরুষ তাকে জোর করে ঘরে আটকে রাখতে চায়, সেই পুরুষকে সে লাত্থি মেরে তার লক্ষ্যে এগিয়ে যায়। তার এই ত্যাজ পুরুষতান্ত্রিক ধ্যান ধারনায় চপেটাঘাত করবে সেটাই স্বাভাবিক।

এই চলচিত্রের সাথে জড়িত সবাই কে অভিন্দন জানাই যাতে তারা এমন উকিল নতিশ এবং ধর্মের কুসস্কার কে না ডরিয়ে আরও এমন ছবি নির্মাণ করুন।

Leave a comment