কখনো ভেবে দেখেছেন কি? ধর্ম গুলোর উৎপত্তি শুধু বর্বর আরবে আর মূর্খ হত দরিদ্র এশিয়ায় কেন? তাও আবার গরীব দেশ গুলিতে কেন? চীন দেশে বা জাপানে আল্লাহ্ কোন পয়গম্বর পাঠাতে সাহস পায় নি। কারণ তারা অনেক কর্মঠ জাতি। তাদের নামাজ রোজা করার সময় নেই।
ইউরোপ আমেরিকা জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। তারা এইসব রূপকথার গল্প কাহিনী পাত্তা দেয় না। তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যাদের কাছে ধর্ম একটা ফ্যাশন মাত্র। তারা গেরুয়া পোশাক পরে কিছু দিন হরে কৃষ্ণ হরে রাম করে রাস্তায় রাস্তায় নাচা নাচি করে অথবা বারের টেবিলে বসে মদের গ্লাস হাতে নিয়ে মোহাম্মাদের ফিলসফি নিয়ে আলোচনা করে । এই পর্যন্তই । কিন্তু ধর্মকে আমাদের মতো সিরিয়াসলি নেয় না।
এক বন্ধু আমাকে বলেছিল যে আল্লাহ্ যেখানে অনেক অন্যায় অবিচার দেখে সেখানেই একজন সতর্ককারী পয়গম্বর পাঠায়।
কিন্তু ব্যাপারটা আসলে তা নয়।
ব্যাপার হচ্ছে ধর্মের মেসেঞ্জার গুলি সেখানেই আসে যেখানকার মানুষগুলি মূর্খ, গরীব, এবং যাদের হাতে অফুরন্ত সময় আছে । এইসব মূর্খদের মধ্যে একজন ধূর্ত, বুদ্ধিমান মানুষের জন্ম হয় যার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে চিন্তা করে কিভাবে একটি অদৃশ্য জিনিষের ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়?
সে এই অদৃশ্য বস্তুর ভয় দিয়েই তার রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ হাসিল করে। এবং বিনা পুঁজিতে ব্যবসা করে মানুষের মধ্যে ক্ষমতাবান এবং সম্মানিত হয়ে ওঠে।
আমাদের দেশের ওঝা, পীর বাবা, পুরোহিত,পূজারী, আউলিয়া থেকে শুরু করে আরব দেশের নবীরা পর্যন্ত সবাই একই ফর্মুলা ব্যাবহার করেছে। এটা ক্ষমতা এবং অর্থের লোভ থেকেই জন্ম হয়, সাথে যোগ হয় নারী লিপ্সা ।

