কন্সপিরেসি থিয়োরিস্ট

আপনি কোনদিন কন্সপিরেসি থিয়োরিস্টদের সাথে তর্ক করে পারবেন না। কারণ তারা কোন যুক্তি প্রমাণের ধার ধারেনা । তারা একটার পর একটা লেম যুক্তি খাড়া করবেই। উদাহরণ দেই –

🌑পৃথিবী গোল নয়, সমতল থালার মতো
🌑মানুষ চাঁদে যায় নাই
🌑সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র
🌑মিডিয়া এবং বিজ্ঞানিরা মিথ্যা বলছে
🌑আইসিস আমেরিকার সৃষ্টি
🌑এলিয়েন সত্য
🌑বিবর্তনবাদ মিথ্যা

এখন আপনি যদি কোন একটি বিষয়ে প্রমাণ চান তখন তারা বলবে আপনি কি বিজ্ঞানীদের বিশ্বাস করেন? বা ইলুমিনাটি বিশ্বাস করেন?

তারা বলবে বিজ্ঞানীরা সব মিথ্যা বলছে। তারা এই বিশাল কন্সপিরেসির অংশ। শুধু বিজ্ঞানীরা নয়, মিডিয়া ও এই বিশাল কন্সপিরেসির অংশ।

কন্সপিরেসি থিয়োরিস্টদের ধারনা তাদের কাছে বিশেষ কিছু জ্ঞানের উৎস আছে যা সাধারণ মানুষ জানেনা।

মনে করেন, একজন মানুষ একটি বন্দুক কিনে কেনেডি কে হত্যা
করেছিলো । কিন্তু কন্সপিরেসি থিয়োরিস্টরা এই স্বাভাবিক ব্যাখ্যা টা মেনে নিতে নারাজ। তারা সব সময়ে একটি কন্সপিরেসি থিওরি খুঁজে।

এই সাধারণ ঘটনা গুলোর পিছনে গভীর কোন রাজনৈতিক চাল আছে বা স্বার্থ আছে যা সাধারণ জনগণ জানেনা। তার সাথে মিডিয়া এবং বিজ্ঞানীরাও জড়িত তারা সাধারণ মানুষকে মিথ্যা বলে যাচ্ছে।

তাদের এই বিশ্বাসের কারণ হল খুব সহজেই চায়ের দোকানে বসে এসব কথা বলা যায় কোন প্রকার গবেষণা বা তথ্য প্রমাণ ছাড়াই।

এরকম একটা কন্সপিরেসি থিওরি হল প্রিয়া সাহা। এটাকে নিয়েও কন্সপিরেসি থিওইরিস্টরা নানা প্রকার জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। যেখানে মানুষ ট্রাম্পের দেখা পায় না সেখানে প্রিয়া সাহা কিভাবে ট্রাম্পের সামনে গিয়ে মিডিয়ার সামনে মুসলিমদের বিরুদ্ধে নালিশ করতে পারে? এর পিছনেও একটু গভীর কন্সপিরেসি থিওরি দেখতে পান তারা।

images (20).jpg

Leave a comment