কোরান ছিঁড়ে ফেলার শাস্তি যদি ফাঁসি হয়, তাহলে মূর্তি ভাঙ্গার শাস্তি কি?

প্রশ্ন হল কোরান ছিঁড়ে টয়লেটে ফেলার শাস্তি যদি ফাঁসি হয়, তাহলে মূর্তি ভাঙ্গার শাস্তি কি হবে? এতে এক মুমিন জবাব দিল হিন্দু ধর্মেরও মূর্তি পূজা করা হারাম, তাই মূর্তি ভাঙলে কোন শাস্তি হবে না।

আবার যদি জিজ্ঞাসা করি আপনি যদি ভারতে গরু জবাই করেন তবে কি তাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে না?

এবার ও উত্তর আসে হিন্দু ধর্মের কোথায় আছে যে গরু খাওয়া হারাম? এটা তো হালাল। তাহলে কেন ধর্মানুভূতিতে আঘাত লাগবে।

অথচ মুমিনরা কোন মহিলা কে টি-সার্ট আর জিন্স পরতে দেখলে ধর্মানুভূতিতে আঘাত লাগে। কেউ যদি ইসলাম নিয়ে প্রশ্ন করে, তাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে। কেউ তার নিজের মতামত প্রকাশ করলেও ধর্মানুভূতিতে আঘাত লাগে।

এখন কথা হচ্ছে আপনি ধর্ম পালন করেন ভালো কথা। আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন না, অন্য রা কি করবে না করবে, বা অন্য ধর্মে কোনটা হারাম বা হালাল, সেটা নিয়ে মাথা ঘামান কেন?

আপনি যদি আরেকজনের বাসায় ঢুকে তার জিনিষ পত্র ভাঙচুর করেন, সেটা অবশ্যই অপরাধ। এটা আইনের দৃষ্টিতে ভান্ডালিজম হবে। আপনি নিজে মূর্তি তৈরি করে ভাঙ্গুন, এটাতে কেউ কিছু বলবে না। কিন্তু অন্যের সম্পত্তিতে কেন হস্তক্ষেপ করেন?

 

$RXR50LI

Leave a comment