আমরা বার বার নিজেদের মূর্খ, বর্বর, ধর্মান্ধ একটা জাতি হিসাবে প্রমান করছি।
ছিঃ ছিঃ ছিঃ ধিক্কার জানাই এদেশের ৯০% মূর্খ মানুষ গুলোকে !!!
প্রতিবাদ মিছিল হচ্ছে। তবে সেটা মাদ্রাসার সেই খুনি শিক্ষকের বিচার চেয়ে নয়, তাকে বাঁচানোর জন্য, তার নিঃশর্ত মুক্তি দাবি করে।
কতটা নির্লজ্জ্ব, মূর্খ আর ধর্মান্ধ হলে মানুষ একজন যৌন নিপীড়ক, গায়ে আগুন ঢেলে পুড়িয়ে মারতে চাওয়া একজন খুনির পক্ষে রাস্তায় নামতে পারে – ভাবা যায়?
এটাই ধর্মের ভাইরাস। যা মানুষের বিবেক কে ধ্বংস করে, মানুষ কে অন্ধ করে ফেলে।

