আমি ধার্মিক

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি আসমান সাতটা

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি আকাশে এক আসনে বসে আছেন সৃষ্টিকর্তা

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি কালো পাথরে চুমু খেলে পাওয়া যায় জান্নাত

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি আকাশ টা কঠিন পদার্থ দিয়ে তৈরি বিশাল এক ছাদ

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি ছেঁড়া জামাকাপড়ের মতো আত্মা শরীর পাল্টায়

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি মরার পর মানুষ জান্নাতে মদের নদে হাবুডুবু খায়

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি ডানা ওয়ালা ঘোড়ার পিঠে করে মহাকাশ ভ্রমণ করা যায়

আমি বিশ্বাস করি জীন,  ভূত, পানি পড়ায়, নিন্তু বিবর্তনবাদ নয়।

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পানির উপরে ভাসমান ছিল

কিন্তু দুনিয়া সৃষ্টির আগে পানি কোথা থেকে এল?

আমি ধার্মিক, আমি বিশ্বাস করি ইহুদিরা নিকৃষ্ট প্রানী, আমার ধর্ম শ্রেষ্ঠ

কেউ কি প্রমাণ করতে পারবে আমি ভুল আমি পথ ভ্রষ্ট?

index