অজ্ঞতার কুযুক্তি (Argument from Ignorance Fallacy)

১. দাবীঃ যেহেতু তুমি জানো না, বিগ ব্যাং এর আগে কী ছিল, তাই আমার দাবীটি যে আল্লাহ সব সৃষ্টি করেছে, এটাই সঠিক!
২. যেহেতু তুমি ভালবাসা সংজ্ঞায়িত করতে পারো না তাই হনুমান এক লাফে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছে গেছে!
(বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা কুতর্ক বা হেত্বাভাস)

Leave a comment