এই লজিকাল ফ্যালাসিটা অনেকটা Argument from Ignorance Fallacy এর মতই। এটারও উৎপত্তি অজ্ঞতা থেকে।
যেখানেই অজ্ঞতা সেখানেই ঈশ্বর। মানুষ ঈশ্বরকে ব্যাবহার করে যখন সে কোন ঘটনার প্রকৃত কারণ খুঁজে পায় না।
বজ্রপাত কেন হয়? ভগবান নারাজ হয়ে বজ্রপাত দেন। গ্রীক মিথোলোজির দেবতা থরের জন্ম এভাবেই।
কিন্তু মানুষ যখন আরেকটু বুদ্ধি সম্পন্ন হল তখন বুঝল যে এক এক টা কাজের জন্য এক এক জন ঈশ্বরের দরকার নাই। একজন ঈশ্বর ই সব কাজ করতে সক্ষম। সেখান থেকেই জন্ম নিলো এক ঈশ্বর বাদ।
এখন ব্যাপারটা আধুনিক ঈশ্বর কে দিয়ে বিচার করুন। এখন যদি আপনি আধুনিক ঈশ্বরকে খুজতে যান, তো কোথায় খুঁজে পাবেন? ঠিক ধরেছেন। যে সব প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা জানেনা, সে সব জায়গা তেই। এটাই হচ্ছে “God of the gaps fallacy” শূন্যস্থান পূরণের ঈশ্বর কুযুক্তি।
উদাহরণ: প্রাণের উৎপত্তি কিভাবে? মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হল? মানুষের কিভাবে আসলো?
মুমিনের উত্তর ঃ ( শূন্যস্থান পূরণের ঈশ্বর কুযুক্তি) মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
এবং অজ্ঞতা থেকে কুযুক্তি (Argument from Ignorance fallacy) ঃ আল্লাহ না করলে কে করলো?
যেহেতু আমরা উত্তর গুলো জানিনা, তাই আপনি আপনার আল্লাহকে সুন্দর মতো বসিয়ে নিয়েছেন। যেদিন উত্তর গুলো জানা যাবে সেদিন আল্লাহ ও সেখান থেকে বিদায় নেবে।

