এবার হুজুর একটু বিরক্ত হয়ে বল্লেনঃ ইটের একটা ঢিবির উপর ফুল দিলে শহীদদের কি লাভ? সাবধান, ফুল দিয়ে পূজা করে ঈমান হারা হইয়েন না !! এটা শিরক ও নাজায়েজী কাজ। তার চেয়ে যদি পারেন খোঁজ নিয়ে একটা কাজ করলে ভালো হয়, শহীদের কবর কোথায় আছে খোজ নিয়ে কবর জিয়ারত করেন, না হলে নামাজ পড়ে তাদের আত্মার মাগফেরাতের জন্য খাস দিলে দোয়া করেন। এতে তাদের আত্মার শান্তি হবে।