৪১ঃ৯ নং আয়াতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে।
৪১ঃ১০ নং আয়াতে ৪ দিনের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছেন।
৪১ঃ১১ নং আয়াতে ” অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করলেন।”
৪১ঃ১২ নং আয়াতে ২ দিনে সপ্ত আকাশ নির্মাণ করেন।
৭ঃ৫৪ নং আয়াতে – সব কিছু সৃষ্টি করেছে ৬ দিনে।
২ঃ২৯ নং আয়াতে দুনিয়ার সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন।
আলোচনা –
৪১ঃ৯,১০,১১ আয়াত সমুহে ২+৪+২ = ৮ দিনে বিশ্ব ব্রহ্মান্ড সৃষ্টি করেছেন। তাহলে ৭ঃ৫৪ তে কেন বলা হল ৬ দিনে সৃষ্টি করা হয়েছে !! ২ঃ২৯ আয়াতে সব কিছু মানুষের জন্য সৃষ্টি হলে শূকর কি কাজে সৃষ্টি করলেন?
আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করলেন তারপর আকাশের দিকে মনোনিবেশ করলেন – আকাশ, গ্রহ নক্ষত্র যেখানে সৃষ্টি হয়নি সেখানে দিনের হিসাব কিভাবে হবে? দিন হতে গেলে কি সূর্য থাকাটা যুক্তিসংগত নয়?
মরাল অফ দি স্টোরি – নবী বাইবেল থেকে টুকরি করেছে।
(Collected)


Pingback: ধর্মগ্রন্থের দশটি আজগুবি কাহিনী ১ | সত্যের পুজারি
Pingback: ধর্মগ্রন্থের দশটি আজগুবি কাহিনী ১ | সত্যের সন্ধানী