কখনো ভেবে দেখেছেন যে ফোনে নাম্বার ডায়াল করা কেন বলে? আমরা আমাদের আধুনিক ফোনে আসলে কেউ ডায়াল করি না। আমরা কিছু বোতাম প্রেস করি। আমরা যারা পুরানো ফোন ব্যাবহার করেছি তারা জানি যে আগেকার দিনের ফোনে একটা গোল ডায়াল থাকতো আর সেখান থেকেই নাম্বার ডায়াল করা এসেছে।