(১) মোহাম্মদের দাদা আবদুল মোত্তালিব মোহাম্মদের বাবা আবদুল্লাহকে বিয়ে করাতে গিয়ে মোহাম্মদের মায়ের চাচাতো বোন অর্থাৎ মোহাম্মদের খালাকে বিয়ে করে ফেলে।আবদুল্লাহর বউ আমিনা। আমিনার বোন হালা অর্থাৎ মোহাম্মদের বাবার শ্যালিকা হয়ে যায় আবদুল্লাহর মা।মোহাম্মদের খালা হয়ে যায় মোহাম্মদের দাদী।আবার মোত্তালিবের শ্যালিকা হয়ে গেলো তার ছেলের বউ।আমিনার বোন হয়ে গেলো তার শ্বাশুড়ি। কে কাকে কি বলে সম্বোধন করতো? মোহাম্মদ তার মায়ের চাচাতো বোনকে খালা বলতো না দাদীমা বলে ডাকতো?মোহাম্মদের দাদা তার শ্যালিকাকে পুত্রবধু বলতো না অন্যকিছু?🤔😎😥