এভাবে ইস্তেমার মাঠের পাশে রাস্তা বন্ধ করে মানুষের সমস্যা করে ইবাদত করা কি ইসলাম সম্মত? আজ হয়তো কোন ইমারজেন্সির রুগি হাসপাতালে সময় মতো পৌছাতে পারবে না। হয়তো কারো চাকরির ইন্টার্ভিউ ছিল কিন্তু সে সময় মতো যেতে না পারায় চাকরি হারাল। হয়তো কারো কোন শিপমেন্ট এয়ারপোর্টে পৌছাতে পারলো না । মাইক বাজানোর জন্য হয়তো কারো পরীক্ষার পড়া নষ্ট হচ্ছে, হয়তো কেউ অসুস্থ হয়ে শব্দ দূষণের জন্য ঘুমাতে পারছে না।