মুমিনরা কোন থিওরির কথা শুনলে মনে করে যে সেটা সেই বিজ্ঞানীর উপর ওহি নাজিল হয়েছিল। আর মানুষ তাদের বই পড়ে অন্ধের মতো বিশ্বাস করে। আসলে ব্যাপারটা তা নয়। একটা বিজ্ঞানী কোন কিছু আবিষ্কার করলে বা থিওরি দিলে সেটা নিয়ে অনেক গবেষণা হয়। সেটা পেপারে আসে, জার্নালে ছাপা হয়। অন্যান্য। বিজ্ঞানীরা সেটা নিয়ে রিসার্চ করে। তারপর সেটা প্রতিষ্ঠিত হয়।