অনেক ধার্মিকরা মনে করেন যে নাস্তিকরা সৎ মানবিক এবং নৈতিক হতে পারেনা। আর হবেই বা কেন? তাদের তো অদৃশ্য কোন সত্ত্বার কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু বাস্তবে দেখা যায় ঠিক তার উল্টোটা। যে সব দেশে ধর্মের প্রভাব নেই বললেই চলে, সে সব দেশে অপরাধ অনেক কমে গেছে। জেল খানায় গেলে দেখা যায় নাস্তিক নেই, ধার্মিকরাই বেশি। সেটা যে দেশের জেল ই হোক। অনেক গুলো দেশের জেল খানা বন্ধ হয়ে যাচ্ছে অপরাধীর অভাবে।