কোরআন কে লিখেছিল?

অনেকেই আমাকে এই প্রশ্ন টা করেছেন যে কোরান যদি আল্লাহ্‌র বানী না হয় তো কোরান কে লিখেছে? আসলে কোরানে যা আছে তা নিরক্ষর মহাম্মাদের পক্ষে লেখা সম্ভব নয় – একথা আমিও স্বীকার করি।

কোরান মহাম্মদ একা লেখেন নি, তাঁর সাথে অনেকেই জড়িত ছিল, যারা কোরানের তথ্য গুলি সংগ্রহ করেছিল এবং সংকলন ও কোরান রচনা করেছিলেন। এর মধ্যে তৎকালীন কবি, বিজ্ঞানি, এবং স্কলার রাও জড়িত ছিল। অনেক তথ্যই বাইবেল, তওরাত, পেগান ধর্ম, এবং পূর্ববর্তী ধর্ম ও ধর্ম গ্রন্থ গুলি থেকে এসেছে। এর মধ্যে গ্রিক পুরান এবং ফিলসফি উল্লেখ যোগ্য। আমার মতে কোরান যে আল্লাহ্‌র বানী এটা সম্পূর্ণ মিথ্যা, যে মিথ্যা টা আমরা হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বাস করে আসছি।

Continue reading