কোরান হাদিসের আলোকে রাতের বেলা সূর্য কোথায় যায়?

 

কোরানিক সূর্যাস্ত

কোরানিক সূর্যাস্ত

আমার খুব ই দুঃখ লাগে যে মানুষ আরবি না জেনে এবং কোরান হাদিস তফসির না পড়ে, নিজেদের মন গড়া ব্যাক্ষা দেয় এবং অসৎ উপায় অবলম্বন করে। জাকির নাইক যে ভিডিও টা দিয়েছেন, আপনার জানা উচিৎ যে জাকির নাইক একজন অসাধু ধর্ম ব্যবসায়ী, এবং কোন আরবি জানা লোক নয়। কোরানে স্পষ্ট ভাবে বলা আছে যে তিনি ওই স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায় এবং সে সূর্য কে একটি পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তার মানে কি পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্য  আসলেই অস্ত যায়? কোরানে কোথাও বলা হয় নি যে এটা যুলকারনাইনের কাছে মনে হয়েছে।
Continue reading