১। ঈশ্বরে বিশ্বাসের পেছনে কোন যুক্তি বা প্রমাণ নেই । এটি একটি যুক্তিহীন প্রমাণহীন বিশ্বাস । ঈশ্বরের অস্তিত্ব কেবল মানুষের মনে আছে, বাস্তবে নেই । তাই ঈশ্বরে বিশ্বাস মানুষকে অযৌক্তিক চিন্তা করতে শেখায়।
২। যখন আর অন্যকিছু করার থাকে না তখন মানুষ ঈশ্বরের কাছে সাহায্য চায়, এতে মনে কিছুটা সান্তনা পায় । কিন্তু আসলে ঈশ্বরের কোন কিছু করার শক্তি নেই
৩। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কেবল মানুষের মনোবল একটু বৃদ্ধি পায়- এছাড়া আর কোন উপকার নাই।