যারা ইসলাম কে শান্তির ধর্ম বলেন এবং বলেন যে ইসলামে কোন বিদ্বেষ পূর্ণ কিছু নাই বা কোন জোর জবরদস্তি নাই, তারা ইসলামের ভয়ঙ্কর বিধান গুলো সম্পর্কে জানেন না। ইসলামে যদি জোর জবরদস্তি না থাকে তাহলে ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড কেন? শুধু মাত্র ধর্ম পালন না করার কারণে যে ধর্মে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডের মতো বর্বর বিধান রয়েছে, সে ধর্ম আবার শান্তির ধর্ম হয় কিভাবে?