গণতন্ত্র বনাম ইসলামিক খিলাফত

গণতন্ত্র হল জনসাধারণের প্রতিনিধি দ্বারা সাম্যের নীতি অনুসারে রাষ্ট্রশাসন করা।আর খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা মানে হল আল্লাহর প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করা। ইসলামে রাজ্য শাসন পদ্ধতি কি হবে তা নির্দিষ্ট। তা হল কুরআন-সুন্নাহর ভিত্তিতে রাজ্য পরিচালনা পদ্ধতি তথা ইসলামী খিলাফত পদ্ধতি। Continue reading

তোপের মুখে ডঃ জাকির নাইক – ধন্যবাদ মালয়েশিয়াকে

মুসলমান রা প্র্যায়ই বলে নাস্তিকরা আমাদের ধর্মানুভুতিতে আঘাত করে। কিন্তু তারা কখনো ভেবে দেখেনা যে তারা কেন অন্য সব ধর্মের মানুষের ধর্মানুভুতিতে আঘাত করছে? যে কাজ টা ডঃ জাকির নাইক বছরের পর বছর তার পিস টিভিতে করে এসেছে, নিয়মিত মিথ্যাচার আর অন্য ধর্মকে ছোট করা, ধর্মীয় বিদ্বেষ আর ঘৃণা ছড়ানো, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করা। ঠিক সেই কাজ টা করতে গিয়েই মালয়েশিয়ার তোপের মুখে পড়তে হল এই ইসলামের ধর্ম ব্যাবসায়ীকে । যিনি বছরের পর বছর মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছেন । মানুষ এখন অনেক সচেতন হচ্ছে । ধর্ম মানুষের উর্ধে নয়, মানবতাই সবার উর্ধে, সেটা আবার প্রমাণ করলো মালয়েশিয়া । ধন্যবাদ মালয়েশিয়াকে ।

zakir-naik-protest-new-delhi-india_f1c3a572-8509-11e8-a662-45bbb3f001dc.jpg

যে উক্তিটি করে ফেসে গেলেন ডঃ জাকির নাইক

ডঃ জাকির নাইকের বিরুদ্ধে মালয়েশিয়ায় ধর্মীয় বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ –

সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ডঃ জাকির নাইক মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিত’র্কিত মন্তব্য করে বসেন জাকির নায়েক। ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। এরপর থেকেই তার বিরুদ্ধে মালয়েশিয়ায় ধর্মীয় বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। জাকির নায়েকের মন্তব্যকে ঘিরে মালয়েশিয়া জুড়ে সমালোচনা শুরু হয়েছে।

Zakir Naik.png

মুমিনরা কেন সন্ত্রাসী হয়ে মরতে চায়

কোরান ৯:৫ – অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা কর যেখানে পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধনে ওৎপেতে বসে থাক। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চই আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। Continue reading

ধর্ষণের অভয়ারণ্য বাংলাদেশ

বাংলাদেশ অসাধু মাদ্রাসা শিক্ষক, মৌলভি, হুজুর, ইমাম, মোল্লাদের ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে । তারা কোন ছেলে মেয়ে, শিশু, কিছুই মানেনা। কখনো জীন তাড়ানোর নামে, আর কখনো কোরান, হাদিস, সিপারা শিক্ষার নামে চলছে ধর্ষণ। Continue reading

“লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন” ধর্মে কোন জোর জবরদস্তী নেই

“তোমার ধর্ম তোমার কাছে আর আমারটা আমার”। মডারেট মুসলিমরা প্রায়ই  বলে থাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই। কোরানের ১০৯ নম্বর সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতে ওই কথাই লেখা আছে। কোরানের ২ নম্বর সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লেখা “ধর্মের ব্যাপারে কোন জোরজবরদস্তি নেই” ।

Continue reading

বিভিন্ন ধরনের যুক্তি (reasoning) এবং কুযুক্তি (Fallacy)

এই লেখাটি কিছু টা লজিকাল ফ্যালাসি নিয়ে কথা হবে। কিন্তু আজকে আমি কোন লজিকাল ফ্যালাসি সংজ্ঞা দিব না বি লিস্ট দিব না। কিন্তু আজকে আমি কিভাবে লজিকাল ফেলাসি চিনতে হয় এবং কিভাবে ব্যাবহার করতে হয়, বা লজিকাল ফ্যালাসি শিখলে আমাদের কি সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করবো।

Continue reading

সত্য কখনও চাপা থাকে না

সক্রেটিসের মৃত্যুদন্ড নির্ধারিত হয়েছে আগেই। হেমলক বিষের পেয়ালা যখন সক্রেটিসের দিকে এগিয়ে দেওয়া হচ্ছিল তখন এক ভক্ত অনেক কান্না করছিল। সক্রেটিস তাঁকে বললেন;- “তুমি কাঁদছ কেন? আমি যদি প্রাণ বাঁচানোর জন্য সময়ের সাথে আপোষ করতাম তাহলেই বরং আমার মৃত্যু ঘটত। এখন আমার মরণ হচ্ছে না। তোমার তো আনন্দ করা উচিত।” আর একজন ছিলেম পাগলাটে জিয়োর্দানো ব্রুনো। ব্রুনো ছিলেন ছোটবেলা থেকেই অনাথ, জন্ম ১৫৪৮ খৃষ্টাব্দে ইতালীর নোলা শহরে। উরোপ তখন চলত চার্চের উপর ভিত্তি করে। সেসময় যেকোন বিজ্ঞানের যেকোন মতামত যা বাইবেলের বিপক্ষে যায় তা কেউ প্রকাশ করলেই ধর্মযাজকেরা ক্রোধে উন্মত্ত হয়ে উঠতেন। নেমে আসত অমানুষিক নির্যাতন। যদিও তবু নতী স্বীকার না করে তাহলে মৃত্যুদন্ড। প্রায় সাড়ে চারশো বছর আগে তখন সবাই চার্চের কথামতো  বিশ্বাস করত;- “এই মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, কাশের নক্ষত্র সবকিছু।” — তখন ইতালিতে “দ্যা রেভোলিউশ্যানিবাস” নামে একটি বই বের করেন কোপার্নিকাস যেখানে তিনি লিখেছেন;- “সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ উপগ্রহ নিজের কক্ষপথে ঘুরছে। আমরাই শুধু বুঝি না।”

Continue reading

এ পর্যন্ত জাতীয় সংগীত পরিবর্তনের তিন দফা চেষ্টা করা হয়েছে

“বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার।” – ছাগুদের যুক্তি

১. একজন হিন্দুর লেখা সংগীত আমাদের দেশের জাতীয় সংগীত হবে কেন?

২. রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় না হওয়ার পক্ষে ছিলেন, 
তিনি বলেছিলেন মুসলিম রা মুর্খ তাদের জন্য বিশ্ববিদ্যালয় করে লাভ কি?

৩. অন্য দেশের রচয়িতার সংগীত আমাদের দেশের জাতীয় সংগীত করা হবে কেন?

মুলত ধর্মান্ধ মুসলিমরাই এই দাবি তুলছেন। দুঃখের বিষয় এদের সংখ্যাই বাংলাদেশে বেশি। মৌলবাদীদের চাপে পড়ে সরকার যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে বাধ্য হয়, আমি বিন্দু মাত্র আশ্চর্য হব না। Continue reading

ভালো খারাপের মানদণ্ড এবং আসমানি কিতাব ও শয়তানের আয়াত

আমার ক্ষুদ্র জ্ঞানে মানুষ কেন আল্লাহ্‌ ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করে তা বুঝতে পারছি না। আমি কোন আল্লাহ্‌ ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করার কারণ বা যুক্তি এখন পর্যন্ত পেলাম না।

হয়তো আস্তিকরা বিশেষ কোন জ্ঞান বা যুক্তির খবর জানেন যেটা আমি জানিনা, এবং তাদের জিজ্ঞেস করলে সেই জ্ঞান বা যুক্তি শেয়ার করতেও তারা রাজি নন।

Continue reading