শব্দ এবং তার ব্যাবহার (Etymology)

কখনো ভেবে দেখেছেন যে ফোনে নাম্বার ডায়াল করা কেন বলে? আমরা আমাদের আধুনিক ফোনে আসলে কেউ ডায়াল করি না। আমরা কিছু বোতাম প্রেস করি। আমরা যারা পুরানো ফোন ব্যাবহার করেছি তারা জানি যে আগেকার দিনের ফোনে একটা গোল ডায়াল থাকতো আর সেখান থেকেই নাম্বার ডায়াল করা এসেছে।

Continue reading

ধর্মের হিপক্রেসি ও ধর্মান্ধতা – মুশফিকুর রহিম

আপনি যে বিশ্বাস ধারণ করেন, বহন করেন এবং যেটা আপনি ডিফেন্ড করার চেষ্টা করেন সেটা কতটা সত্য বা যুক্তিসঙ্গত, তা কি কখন ভেবে দেখেছেন?

বিশ্বের বেশির ভাগ ধার্মিকরা আজকাল অনেকটা সুবিধাবাদী হয়ে গেছে। মানে ধর্মের যে সব বিষয় তাদের ভালো লাগে সেগুলো বিশ্বাস করে আর পালন করে। যেগুলো ভালো লাগে না সেগুলো বিশ্বাস করে না বা পালন করে না।

Continue reading

একজন নাস্তিকের কাছে সৃষ্টিকর্তার বৈজ্ঞানিক প্রমাণ কিভাবে দিবেন

হুজুর বয়ান দিচ্ছেন – বিভাবে একজন নাস্তিকের কাছে বৈজ্ঞানিক ভাবে সৃষ্টিকর্তা, আল্লাহ সুভানবতালার অস্তিত্বের প্রমাণ দেওয়া যায়।

হুজুর বলল – নাস্তিকরা তো বিজ্ঞানে বিশ্বাস করে, তো তাদের বিজ্ঞান দিয়েই সৃষ্টিকর্তার প্রমাণ দেওয়া যায়।

যেমন, একজন নাস্তিক কে জিজ্ঞাসা করুন, এমন কোন জিনিষ যদি আপনার,সামনে আনা যায়, যা পৃথিবীর কেউ দেখেনি, তবে সেই বস্তুটির সম্পর্কে কে সর্ব প্রথম বলতে পারবে?

Continue reading

বিবর্তন তত্ত্বের প্রমাণ কি? Evidence for Evolution

জৈবিক বিবর্তন তত্ত্ব জীব জগৎ সম্পর্কে দুইটি খুব সাহসী দাবী তোলে:

48388883_277956653070473_8187299532761989120_nপ্রথমত, “পৃথিবীর সমস্ত জীব পরস্পরের সাথে সম্পর্কিত। তারা একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে।” (চিত্র ১) দ্বিতীয়ত, “জীবের বিবর্তন প্রাকৃতিক প্রক্রিয়ায় চলে।”

Continue reading

বিচারকঃ তুমি ইসলাম ধর্মের অবমাননা করলে কেন?

বিচারকঃ তুমি ইসলাম ধর্মের অবমাননা করলে কেন?

আসামিঃ হুজুর, আমি ইসলাম ধর্ম নিয়ে কোন কথাই বলিনি, আমি শুধু বলেছি – একজন ডাকাত, ভণ্ড, শিশু কামী, লুইচ্চা, নারী লিপ্সু, ধর্ষক, মূর্খ, নবী হয় কিভাবে?

বিচারকঃ আমার সাথে ইয়ার্কি? কোন ধর্মের নবী একজন ডাকাত, ভণ্ড, শিশু কামী, লুইচ্চা, নারী লিপ্সু,ধর্ষক মূর্খ, সেটা আমি জানিনা?

 

52987602-cartoon-judge-accuses-on-a-white-background-vector-illustration

৫ টি ইসলামি মিথ্যা ও লজিকাল ফ্যালাসি

১. নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনে মুসলমান হয়ে যান।
২. ডঃ কিথ মুর কোরানে ভ্রূণ তত্বের নিখুত বর্ণনা দেখে মুসলমান হয়ে যান।
৩. মাইকেল জ্যাক্সন মুসলমান হয়ে যান, এবং নাম পালটে মিখাইল জ্যাক্সন রাখেন। 
৪. ভারতের মহিলা নভোচর শুনিতা উইলিয়াম মহাশূন্য থেকে কাবা ঘর কে জ্বল জ্বল করতে দেখে মুসলমান হয়ে যান।
৫. মার্কিন মুষ্টি যোদ্ধা মাইক টাইসন, যিনি ধর্ষণের দায়ে জেল খেটেছেন, তিনি একজন মুসলমান।

ঊপরের সব গুলোই মিথ্যা এবং মুমিনদের অপপ্রচার।

Mike-Tyson

মোহাম্মদের বংশ – তারা একে অপরকে কি বলে সম্বোধন করতো?

(১) মোহাম্মদের দাদা আবদুল মোত্তালিব মোহাম্মদের বাবা আবদুল্লাহকে বিয়ে করাতে গিয়ে মোহাম্মদের মায়ের চাচাতো বোন অর্থাৎ মোহাম্মদের খালাকে বিয়ে করে ফেলে।আবদুল্লাহর বউ আমিনা। আমিনার বোন হালা অর্থাৎ মোহাম্মদের বাবার শ্যালিকা হয়ে যায় আবদুল্লাহর মা।মোহাম্মদের খালা হয়ে যায় মোহাম্মদের দাদী।আবার মোত্তালিবের শ্যালিকা হয়ে গেলো তার ছেলের বউ।আমিনার বোন হয়ে গেলো তার শ্বাশুড়ি। কে কাকে কি বলে সম্বোধন করতো? মোহাম্মদ তার মায়ের চাচাতো বোনকে খালা বলতো না দাদীমা বলে ডাকতো?মোহাম্মদের দাদা তার শ্যালিকাকে পুত্রবধু বলতো না অন্যকিছু?🤔😎😥

Continue reading

আরও কিছু লজিকাল ফ্যালাসি

আগেও অনেক বার লজিকাল ফ্যালাসি নিয়ে লিখেছি। কিন্তু তার পরেও অনেকে সেগুলো বুঝেন নি বা পড়েন নি, এবং একই জিনিষ নিয়ে বার বার তর্ক করেন। আজ এমন কিছু কমন লজিকাল ফ্যালাসি নিয়ে লিখছি।

আর্গুমেন্ট ফ্রম অথরিটি কর্তৃত্ব যুক্তি ভ্রম (Argument from Authority Fallacy ) :

Continue reading

৪ ধরনের লোক ইসলাম নিয়ে ঘাটা ঘাটি করছে

১. যারা আসলেই সৎ। এই ধরনের মানুষ গুলি কিছুই বোঝেনা । যেটা ভালো, সেটাকেই ধর্ম মনে করে, হুযুরদের ওয়াজ এবং আলেম দের ব্যাখ্যা শুনে বিশ্বাস করে, এবং এরা ধর্ম ভিরু হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ই এমন।

২. আর এক প্রকার মানুষ আছে যারা কিছুটা পড়া লেখা করেছে। এবং তারা কিছু কিছু জায়গায় ধর্মের ভণ্ডামি গুলো দেখে ও সেগুলোকে এড়িয়ে চলে এই বলে যে এটা প্রকৃত ইসলাম নয়। তারা নিজেদের মত ধর্ম পালন করে এবং খুব একটা নামাজ রোজা নিয়ে মাথা ঘামায় না। এরা নিজেদের কে মুসলমান বলে দাবি করে এবং ইসলাম কে ডিফেন্ড করার চেষ্টা করে তাদের ছোটবেলার অভ্যাস অনুযায়ী। এরা মডারেট মুসলমান বা আধুনিক মানুষ।

৩. এই প্রকার লোক গুলি খুব ভালো ভাবেই  জানে যে ধর্ম মানে ভণ্ডামি। তারা খুব ভালো ভাবেই কোরান হাদিস মুখস্থ করে, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তারা ধর্ম কে ডিফেন্ড করতে অনর্গল মিথ্যা বলে। এমন কিছু জিনিষ চ্যালেঞ্জ করে যেটা তারা যানে কিন্তু মনে করে অন্যরা জানেনা। এরা হল প্রকৃত হিপক্রেট এবং ভণ্ড ধর্ম ব্যবসায়ী অথবা রাজনীতিবিদ। যেমন জাকির নাইক ।

৪ এর পর যারা আছেন তারা হল বিবেক বান শিক্ষিত শ্রেণী। এরা ধর্ম নিয়ে ঘাটা ঘাটি করতে গিয়ে কিছুতেই ধর্ম কে মন থেকে সমর্থন করতে পারেনা। তারা ধর্ম কে বিজ্ঞান বা যুক্তির সাথে মিলাতে পারেনা এবং অবশেষে নিজের বিবেকের কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়। এরা সাধারণত বিজ্ঞান ও যুক্তি নিয়ে প্রচুর লেখা পড়া করে। বিভিন্ন ধর্মের বিষয়ে জ্ঞান রাখে এবং এরা দেশ বিদেশের অনেক বই ও পড়ে। এরাই বাংলাদেশের মুক্তমনা শ্রেণী।

Islam

কোরান এর আলোকে আকাশ মণ্ডলী, পৃথিবী ও মহাবিশ্ব এবং আধুনিক বিজ্ঞান

আমার এই লেখাটা পোস্ট করার পর কিছু মানুষের বিরূপ প্রতিক্রিয়া হবে আমি জানি। একদল মুমিন বিশ্বাস করবে না যে এগুল কোরানে আছে। তারা চ্যালেঞ্জ করবে এবং রেফারেন্স চাইবে।

তবে আমি বার বার বলি যে আমি মূর্খ মানুষদের সাথে তর্ক করিনা। আপনারা আগে কোরান হাদিস পড়ুন। নিজেরা অনুবাদ সংগ্রহ করে পড়ুন, কারু ব্যাখ্যা শুনে বিশ্বাস করবেন না। কারণ অসাধু হুজুরেরা কোরানের অর্থ পরিবর্তন করে অনুবাদ করে বা তরজমা করে এবং নিজেদের মত করে ব্যাখ্যা করে।

Continue reading