মুমিনদের সাথে বিতর্কের প্রয়োজন কি?

কেন ধার্মিকদের সাথে আমরা তর্ক করে সময় নষ্ট করি যখন প্রমানের দায় ভার তাদের এবং তারা কোন প্রমান দিতে পারেনি বলেই আমরা নাস্তিক।

আমি এক সময় ধার্মিক ছিলাম এবং আমি নাস্তিকদেরকে প্রমান করার চেষ্টা করতাম যে একজন সৃষ্টিকর্তা আসলেই আছে। আমি প্রমান খুজতে গিয়ে দেখলাম আসলে কোন প্রমান নেই। আমি তখন এটা প্রমান করার চেষ্টা করতাম যে একজন থাকা সম্ভব। কিন্তু এটা প্রমান করাও সম্ভব নয়, এবং আল্লাহর অস্তিত্ব প্রমান করা তো আরো কঠিন।

আমি বুঝে গেলাম যে আল্লাহ বা যে কোন সৃষ্টিকর্তা বিশ্বাস করা অন্ধ বিশ্বাস ছাড়া আর কিছু নয়।

আমাদের বিতর্কের উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্য গুলি মানুষের কাছে তুলে ধরা আর এর থেকে চিন্তার খোরাক যোগানো । আমরা এই তথ্য গুলিদিয়ে বিশ্বাসের ভিত্তি কি তা নির্ণয় করে থাকি । এছাড়া আমরা যদি সত্যকে গুরুত্ব দেই বা গুরুত্বপূর্ণ মনে করি তবে সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন ।

No photo description available.

Leave a comment