মুমিনরা চুরি করলে কি ক্ষতি সেটাও তো বলতে পারে না । শুধু বলেছেন পাপ। মানে আল্লাহ বলেছে তাই। এটা কোন যুক্তি না। এটা একটা লজিকাল ফ্যালাসি। মানে চুরি কেন খারাপ আপনি বলতে পারছেন না। শুধু আল্লাহ বলেছে তাই আপনি চুরি করেন না। আর পরকালে যে কোন বিচার হবে সেটার ও কোন প্রমান দিতে পারছেন না।
বাংলাদেশে যে ৯০% মুসলমান, এ দেশে এত দুর্নীতি কেন? তাহলে তারা কি পরকালে বিশ্বাস করেনা? পক্ষান্তরে ইউরোপে বেশির ভাগ মানুষ নাস্তিক। সেখানে কোন অপরাধ নেই কেন? তার মানে পরকালের বিশ্বাস কোন অপরাধ দমন করতে পারে না।
আমি একজন নাস্তিক হয়ে চুরি করি না । কারন কি? কারন আমি যুক্তি দেখাতে পারি যে কেউ চুরি করলে সেটা আরেকজনের ক্ষতি হয় এবং সেটা মানবাধিকার লংঘন হয়। সমাজে যদি সবাই চুরি করে তাহলে কেউ সুরক্ষা পাবে না। তাই সবাইকে চুরি থেকে বিরত থাকতে হবে ।
মুমিনরা ভালো খারাপের কোন যুক্তি দিতে পারে না। শুধু আল্লাহ বলেছে তাই। কিন্তু যুক্তি টা কি? কোন একটি কাজ কেন খারাপ সেটা যদি আপনি যুক্তি দিতে পারেন, সেটা নাস্তিক আস্তিক সবাই মেনে নিতে বাধ্য।

