বাল্যবিবাহ : একটি সামাজিক ব্যাধি

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি । বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই কোন ধারণা নেই যে বাল্যবিবাহ এক প্রকারের ধর্ষণের পর্যায় পড়ে। এর প্রধান কারন হচ্ছে ধর্ম।

বাংলাদেশের ৯০% মুসলমান এবং কিছু সংখ্যক হিন্দু আছে যারা নিজেদের ধর্ম অনুযায়ী মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার পক্ষপাতি। এখানে বাবারাই বেশি উৎসুক থাকে দ্রুত মেয়েদের বিয়ে দিয়ে দেবার জন্য । বিশেষ করে যারা অল্প শিক্ষিত, অথবা নিম্ন বিত্তের মানুষ, তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি কারন তারা মেয়েদেরকে বোঝা মনে করে। এমন কি ফেসবুকে এক শ্রেণীর নারীদের দেখলাম (হয়তো বিচি ওয়ালা আপু) যারা বাল্যবিবাহের সমর্থন করে পোস্ট দিচ্ছে।এই সব মেয়েগুলা ফেক আইডি দিয়ে ইসলাম প্রচার করে যাতে মেয়েদের লোভে মানুষ তাদের পোস্ট গুলো সমর্থন করে এই কারনে। কিন্তু দেখা যায় তারা কোনদিন কোন কমেন্টের উত্তর দিতে পারেনা বা বোঝার ক্ষমতা নেই। তারা তাদের শিখানো বুলি বা কপি পেস্ট কমেন্ট সব জায়গায় করতে থাকে।

তবে যদি আপনি তাদের জিজ্ঞাসা করেন যে আপনি কি মনে করেন বা নিজের মতামত কি? তাহলে তারা কোন উত্তর দিতে পারেনা। এটাই ধর্মের একটি ক্ষতিকর প্রভাব। তারা এতটাই ব্রেইন-ওয়াশড যে মুখস্ত উত্তর ছাড়া তারা নিজে থেকে কিছু চিন্তা করতে পারেনা। তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক গুলো কোন দিন দেখতে পায় না। তাদের যুক্তি হল যেহেতু নবী করেছে, তাই এটা ১০০% সঠিক।

যতই তাদের পরিসংখ্যান দেখান, বাল্যবিবাহ কারণে মাতৃমৃত্যু বা শিশু মৃত্যুর হার দেখান, তারা বুঝবে না। তারা বলবে বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধ হোক এটা মূলত চায় ইহুদিবাদী ইসলামবিদ্বেষী এনজিওগুলো। যাদের ফান্ড দাতা ইউরোপ-আমেরিকা এবং ইহুদী খ্রিস্টান রাষ্ট্রগুলো।

তাহলে দেখেন, ধর্মের কারনে মানুষ কতটা অন্ধ এবং নির্বোধ হতে পারে যে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে । একজন নারী হয়ে আরেজন নারীর সর্বনাশ ডেকে আনতে পারে।

আমরা চাই সবার বিবেক জাগ্রত হোক এবং প্রকৃত সত্যটি সবার সামনে আসুক। সবাই সুস্থ থাকুক এবং ধর্মের অন্ধকার এবং নাগপাশ থেকে সবাই মুক্ত হোক।

বাংলাদেশের জন সংখ্যার অর্ধেক নারী। আমরা যদি নারীদের শিক্ষিত না করি তবে আমরা উন্নত জাতি হতে পারবোনা।

বাল্যবিবাহ বন্ধ হলেই নারী এবং শিশু গুলো রক্ষা পাবে। তাদের যে সময়ে শারীরিক এবং মানসিক বিকাশ হওয়ার কথা, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই, বয়সে যেন তাদের মা হতে না হয় এবং অকালে জীবন গুলো ঝরে না যায়।

সুত্রঃ এন্ডিং-চাইল্ড-ম্যারেজ

বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে শিশু বিয়ে বন্ধ করতে জোরদার পদক্ষেপ প্রয়োজন

Leave a comment