মুমিনদের দাবী কোরানের সংখ্যা তত্ত্বই প্রমাণ করে যে কোরান কোন মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। তারা আরও দাবী করেন যে কোরানের এই সংখ্যা তত্ত্ব মিরাকেলের কারণেই কোরানের মতো কোন সুরাও লেখা সম্ভব নয়। অর্থাৎ এটা আল্লাহ্ বানী প্রমাণিত। কিন্তু এই মিরাকেল গুলো আমরা কিভাবে পেলাম, সেটা আগে একটু দেখুন।
