সুরা প্রতিবাদ – ফেসবুকে অবতীর্ণ

download (82)

১. হে ব্লগার, তাদের কে বলে দাও, তারা কি দেখেনা, এদেশে সকল প্রফেশনের মধ্যে দুর্নীতি লুকিয়ে আছে?

২. তার পরেও তারা বলে .”তোমরা কেন শুধু আমার প্রফেশনের বিরুদ্ধে লেখো?”

৩. হে ব্লগ পোস্ট কারী, তুমি তাদের বলে দাও, তুমি যদি পুলিশের বিরুদ্ধে লেখো তখন পুলিশ বলে, আপনি কি শুধু আমাদের কেই পেলেন? ডাক্তার রা কি দুর্নীতি করে না?

৪. আর তুমি যখন ডাক্তারদের বিরুদ্ধে লেখো তখন তারা বলে “শুধু আমাদের পিছে লেগেছ কেন? পুলিশ রা কি কোন দুর্নীতি করে না?” আসলে দোষ হচ্ছে নিজের পাছার মতো। সবাই অন্যের টা দেখতে পায় কিন্তু নিজের টা দেখতে পায়না।

৫. বস্তুত তারা সেই হাই স্কুল ছাত্রের মতোই যারা বলে স্যার শুধু আমাকে কেন শাস্তি দিচ্ছেন? ক্লাসে তো অন্য ছাত্ররাও হোম ওয়ার্ক করেনি, আপনি কেন তাদের কিছু বলেন না?

৬. তারা কি সেই সব মুমিনদের মতো নয় যারা বলে ইসলাম শান্তির ধর্ম, একজন বোমা মারলে কি সবাই জঙ্গি হয়ে যায়? না, একজন পুলিশ ঘুষ খেলেও পুরো পুলিশ ডিপার্টমেন্ট ঘুষখোর হয় না। একজনের দায়িত্বে অবহেলা হলে সে দায় ভার পুরো ডিপার্টমেন্ট নিতে চায় না। এটাই সমস্যা।

৭. অথচ দেখা যায় ৯০% সরকারি অফিসার এবং পুলিশ ঘুষ খায়। এবং ১০% সৎ। তারা বলে “তো তুমি কেন সেই ১০% নিয়ে প্রশংসা পত্র লিখ না?”

৮. হে ব্লগার, তুমি বলে দাও, তারা সেই সব মানুষের মতোই যারা ৯০% মুসলমানের দেশে দুর্নীতি দেখেও চুপ থাকে আর বলে ইসলাম ধর্ম দুর্নীতি সমর্থন করে না। প্রকৃত মুসলিম দুর্নীতি করতে পারে না।

৯. তারা বলে বাংলাদেশের ৯০% মানুষ দুর্নীতি করলেও বাঙ্গালী সৎ এবং কর্মঠ জাতি। তারা সময় মতো অফিসে যায়, এবং কাজে ফাকি দেয় না। তারা ঘুষ খায় না।

১০. হে মুমিন গণ, তোমরা কেউ কেউ উচ্চ পদে আছ এবং উচ্চ ডিগ্রী লাভ করেছ বলে কি তোমরা নিজেদের সাধারণ মানুষের চেয়ে উন্নত ভাবছ? এমন গর্ব থাকার কারণেই আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি।

১১. তোমাদের ডিগ্রী বা প্রশিক্ষন কি কাজে আসে যদি সেটা সাধারণ মানুষের উপকারে না আসে?

১২. একজন ডাক্তার যদি মৃত্যু ভয়ে রোগী না দেখে তবে তাকে কিছু বলা যাবে না কেন?

১৩. এরা তো তাদের মতোই যারা পুলিশ হয়েও ডাকাতের ভয়ে হাতে চুড়ি পরে ঘরে বসে থাকে। এরা যুদ্ধে নেমে বউ এর আচলের তলে লুকায়।

১৪. হে সৈনিক, তুমি তাদের বলে দাও, ভয় করলে এবং অজুহাত দেখিয়ে চললে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না।

১৫. তবে আমি জানি তুমি তাদের হাজার বুঝলেও তারা বুঝবে না, কারণ আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তারা শুধু নিজেদের সম্প্রদায় নিয়ে ভাবে, এবং কোন সমালোচনা সহ্য করে না।

Leave a comment