চীনের করোনা ভাইরাসকে যারা আল্লাহ্র গজব মনে করছেন এবং তাদের বাদুড় খাওয়াকে দায়ী করছেন, তারা হয়তো জানেন না যে ২০১২ সালে সৌদি আরবে এক ধরণের করোনা ভাইরাস ছড়িয়েছিল উটের মাধ্যমে যেটার নাম মার্স বা Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV)
সৌদি আরবের মার্স করোনা ভাইরাস, বর্তমানের COVID – 19 এর থেকেও বেশি ভয়ংকর । এর মৃত্যুর হার প্রায় ৩৫%
বাদুড়ের মাধ্যমে যেমন রোগ ছড়ায়, তেমনি অন্যান্য প্রাণীদের মাধ্যমেও ছড়াতে পারে। বাদুড়ের স্যুপ এবং মাংস এশিয়ার বেশ কিছু দেশে বেশ পপুলার। চাইনিজ রা এটা অনেক বছর ধরেই খেয়ে আসছে।
ভাইরাস লালন এবং ছড়ানোর জন্য বাদুড় কেন দায়ী? কারণ বাদুড়ের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী, ফলে তারা ভাইরাস বহন করলেও নিজেরা আক্রান্ত হয় না। উড়ার সময়ে বাদুড়ের দেহের তাপ মাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে।
সুতরাং, ভাইরাস কোন হিন্দু মুসলমান মানেনা, আল্লাহ্র ঘর এবং নবীর দেশ ও ছাড়ে না। ভাইরাস বোঝেনা আপনি হালাল খান না হারাম খান। কারণ উটের মাংস, দুধ এবং মুত্র, সম্পূর্ণ হালাল!!!
Pingback: ফেসবুক গুজব / কন্সপিরেসি থিওরি ঈমান এবং করোনা ভাইরাস | সত্যের সন্ধানী