
“ইহারা ছহিহ মুমিন নয়” কথাটা যে শুধু মুসলমানরাই বলে সেটা নয়। এটা প্রতিটি ধর্মের একটা কমন এক্সকিউজ বলতে পারেন। বিদেশেও Abortion Clinic এ বোমা হামলা অথবা মসজিদে গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা ঘটে।
কিছু দিন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে যে ঘটনাটি ঘটে গেল। ব্রেন্টন ট্যারেন্ট নামে একজন মসজিদে ঢুকে ৫০ জন কে গুলি করে। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় ও সে “white power” সাইন দেখিয়ে গেছে ।
এখন এ ধরনের ঘটনা যখন ঘটে তখন একদল খৃস্টান বলবে কোন সত্যিকারের খৃস্টান এমন কাজ করতে পারেনা । যখন কোন এবরশন ক্লিনিকে বোমা হামলা হয় তখনো একদল বলে খৃস্টান ধর্মের সাথে এর কোন সম্পর্ক নেই।
এটাই আসলে No true Scotsman Fallacy। এটা যে কোন ক্ষেত্রে হতে পারে। যেমন কোন সত্যিকারের মুসলিম পাপ কাজ করতে পারেনা, কোন সত্যিকারের মুসলিম সন্ত্রাসী হতে পারে না, কোন সত্যিকারের আওয়ামিলিগ চাঁদাবাজি করে না, কোন সত্যিকারের পুলিশ অফিসার ঘুষ খায় না, ইত্যাদি ইত্যাদি হতে পারে।