আমরা বাঙ্গালী তবে আমরা মানুষ – এটাই হোক আমাদের পরিচয়

80418338_157545598923438_370933149711990784_o

আমরা বাঙ্গালী নিজের দোষ না ধরে অন্যের দোষ ধরতে ব্যাস্ত হই এই জন্য আমরা আজও একটা অসভ্য জাতি। আমি বিদেশীদের কাছে শিখেছি যে আগে নিজেদের সমালোচনা করতে হয়। আগে নিজের দোষ দেখতে হয়। আপনার নিজের ছেলে যদি পাশের বাসার ছেলের সাথে মিলে অপরাধ করে তবে আগে আপনার ছেলেকে ঠিক করুন।

এই একই কথা সত্য ধর্মের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে । আপনি হিন্দু ধর্মের সমালোচনা করার আগে নিজের ধর্মের কি কি গলদ আছে সেগুলো বের করুন। আপনি ইহুদি নাসারা, ভারতীয়, আমেরিকান, ইত্যাদি মানুষদের গালি দেওয়ার আগে নিজের কি দোষ আছে সেটা দেখুন। কিন্তু আপনি কি তা করছেন?

আপনি নিজের ধর্মের কোন দোষ দেখতে পাচ্ছেন না। যদি দোষ ধরে দেওয়া হয় তো আপনি অজুহাত খুজেন। আপনি অবাস্তব জিনিষে বিশ্বাস করেন কিন্তু সেটা কোন ভাবে জাস্টিফাই করেন।

এটা আবার অন্য দেশের ক্ষেত্রেও সত্য। অন্যরা খারাপ হলে আপনি ভালো হয়ে যাবেন না। অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সমালোচনা করার আগে নিজের দেশ কে ঠিক করুন। অন্য দেশ গরীব কি না, অন্য দেশে অপরাধ আছে কি না সেটা দেখে আমাদের কি লাভ? আপনি নিজের দেশ ঠিক করুন আগে।

আরেকটা জিনিষ। আপনি একটা ধর্ম বিশ্বাস করেন দেখে আপনি মনে করবেন না যে ওই বিশেষ ধর্মের সকল মানুষ এক জাত। কারণ অন্য দেশের একই ধর্মের মানুষরা আপনাকে তাদের জাত ভাই মনে করে না। আপনাকে চাকর বাকর মনে করে। তাই আপনি কোন জাতি সেটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে না। এটা আগে জেনে রাখুন। ধর্ম কোন জাতি নয়। আমরা বাঙ্গালী জাতি, তবে আমরা মানুষ – এটাই হোক আমাদের পরিচয়।

Leave a comment