ইসলামে ছবি তোলা, সিনেমা দেখা, গান বাজনা এসব কিছুই হারাম

ইংলিশে একটা কথা আছে যে “more catholic than the pope”
অর্থাৎ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমাদের দেশের মুমিনদের অবস্থা হল সেই রকম। ইসলামে ছবি তোলা, সিনেমা দেখা, গান বাজনা এসব কিছুই হারাম । কিন্তু আরবের কোন দেশ ই এখন এগুলো মানেনা। এমন কি মেয়েদের পর্দা করা এবং “অভিভাবক ছাড়া বাইরে যেতে পারবে না” – এটাও আরব দেশ গুলোতে পরিবর্তন হয়ে গেছে। কিছু দিন আগে নারীদের গাড়ির লাইসেন্স দেওয়ার অনুমতি হয়ে গেছে। অনেকেই এখন টি সার্ট আর জিন্স পরে বাইরে যাচ্ছে। শুধু কিছু কিছু অনুন্নত মুসলিম দেশে, যেমন পাকিস্তান আফগানিস্তান এবং আমাদের দেশের কাঠ মোল্লারা এগুলোর সাথে তাল মিলাতে না পেরে, ইসলাম ইসলাম করে লাফালাফি করে।

Leave a comment