
পাকিস্তানে, তেত্রিশ বছর বয়সের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কে ফাঁসীর আদেশ দেয়া হয়েছে, কেবল কিছু একটা লেখার জন্যে যা “ইসলাম” এর মর্যাদা ক্ষুন্ন করেছে। এই তরুন অধ্যাপকের অপরাধ হচ্ছে “লেখা” … সামাজিক যোগাযোগ মাধ্যমে “লেখা”। এই লেখার জন্যে ইসলামের এতোটাই “অমর্যাদা” হয়েছে যে তার একমাত্র শোধ হতে পারে একজন মানুষের জীবন কতল করা।শুধু তাইই নয়, এই কতল কে উদযাপন করা। আগ্রহউদ্দীপক নয়? দেখুন এই মানুষ গুলোকে? বাংলাদেশে এই একই দলের মানুষদের কে আমাদের অনেক বন্ধুরা নাম দিয়েছেন “মজলুম” … আহা মজলুম জনতা একজন শিক্ষকের ফাঁসীকে কিভাবে উদযাপন করছেন দেখুন …
জানি, অনেকেই বলবেন – “ইহা ছহী ইসলাম নহে”।
কিন্তু দিনের শেষে এটা ইসলামই, একটা প্রকরন হয়তো এবং সেটা আকারে খুব ছোট নয়।
কি করতে পারি আমরা এই বিশ্ববিদ্যালয় অধ্যাপকের জন্যে?
এই শিক্ষকটির ফাঁসি তে ইসলামের অর্জন টা কি? এর ফাঁসিতে কি ইসলাম চিরতরে প্রশ্নের উপরে উঠে যাবে? মোটেও তা নয় … তাহলে?
🔸Mohammad Golam sarowar এর আজকের এক পোস্টের লেখা থেকে কপি🔸
