তোপের মুখে ডঃ জাকির নাইক – ধন্যবাদ মালয়েশিয়াকে

মুসলমান রা প্র্যায়ই বলে নাস্তিকরা আমাদের ধর্মানুভুতিতে আঘাত করে। কিন্তু তারা কখনো ভেবে দেখেনা যে তারা কেন অন্য সব ধর্মের মানুষের ধর্মানুভুতিতে আঘাত করছে? যে কাজ টা ডঃ জাকির নাইক বছরের পর বছর তার পিস টিভিতে করে এসেছে, নিয়মিত মিথ্যাচার আর অন্য ধর্মকে ছোট করা, ধর্মীয় বিদ্বেষ আর ঘৃণা ছড়ানো, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করা। ঠিক সেই কাজ টা করতে গিয়েই মালয়েশিয়ার তোপের মুখে পড়তে হল এই ইসলামের ধর্ম ব্যাবসায়ীকে । যিনি বছরের পর বছর মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছেন । মানুষ এখন অনেক সচেতন হচ্ছে । ধর্ম মানুষের উর্ধে নয়, মানবতাই সবার উর্ধে, সেটা আবার প্রমাণ করলো মালয়েশিয়া । ধন্যবাদ মালয়েশিয়াকে ।

zakir-naik-protest-new-delhi-india_f1c3a572-8509-11e8-a662-45bbb3f001dc.jpg

Leave a comment