ডঃ জাকির নাইকের বিরুদ্ধে মালয়েশিয়ায় ধর্মীয় বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ –
সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ডঃ জাকির নাইক মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিত’র্কিত মন্তব্য করে বসেন জাকির নায়েক। ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। এরপর থেকেই তার বিরুদ্ধে মালয়েশিয়ায় ধর্মীয় বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে।
প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। জাকির নায়েকের মন্তব্যকে ঘিরে মালয়েশিয়া জুড়ে সমালোচনা শুরু হয়েছে।

