“তোমার ধর্ম তোমার কাছে আর আমারটা আমার”। মডারেট মুসলিমরা প্রায়ই বলে থাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই। কোরানের ১০৯ নম্বর সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতে ওই কথাই লেখা আছে। কোরানের ২ নম্বর সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লেখা “ধর্মের ব্যাপারে কোন জোরজবরদস্তি নেই” ।
কিন্তু সুরা আল ইমরানের ১৯ থেকে আমরা পাই “নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম।” (৩ঃ১৯) এবং
‘কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন চায় তা কখনো গ্রহণযোগ্য হবে না।’ (আল ইমরান, ৩ : ৮৫)
আমরা বাস্তবে কি দেখতে পাই? মুসলমান রা যে দেশে সংখ্যা লঘু বা সংখ্যায় কম আছে, যেমন ইউরোপ বা আমেরিকায়, সেখানে তারা সুন্দর ভাবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে এবং তারা এই সব শান্তির বুলি আওড়ায়। কিন্তু তারা যখন সংখ্যা গুরু হয় তখন তারা অন্য কোন ধর্ম কে সহ্য করে না।
আসলে উপরের “লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন” একটি মান্সুক বা রহিত সুরা। এটার পরিবর্তে যে সুরা টা নাজিল হয়েছে সেটা হল সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতঃ নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। (৩ঃ১৯)


Pingback: ইসলাম শান্তির ধর্ম , কিন্তু মডারেট রা যেটা জানেনা | সত্যের পুজারি
Pingback: ইসলাম শান্তির ধর্ম , কিন্তু মডারেট রা যেটা জানেনা | সত্যের সন্ধানী