প্রিয়া সাহা – ট্রাম্পের কাছে গোটা বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ

প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গোটা বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ গুলি করলো, সেটাকি একেবারেই ভিত্তিহীন? হয়তো প্রিয়া যে সংখ্যা গুলো দিয়েছে সেগুলো সঠিক নয়, কিন্তু আমরা এ ধরনের বেশ কিছু খবর পেয়েছি ।

ধর্মের কারণে, বিশেষ করে, একটি বিশেষ ধর্মের অত্যাচারে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, এবং নাস্তিকদের প্রাণ দিতে হয়েছে, ঘর বাড়ি ছাড়া হতে হয়েছে, এমন ঘটনা বিরল নয়।

কিছু দিন আগে, সাফা কবির মোসাররফ করিমকেও, শুধু মাত্র তাদের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য, বিশাল এক হুমকির মুখে পড়তে হয়।

বাংলাদেশে সন্ত্রাসবাদীদের আক্রমণ বিরল কোন ঘটনা নয়। প্রফেসর, ডঃ জাফর ইকবাল সহ, আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নিলাদ্রী চট্টোপাধ্যায়, ইত্যাদি নাম গুলো চলে আসে যাদের উপর হামলা হয়েছে।

এখানে অভিযোগটা বাংলাদেশের বিরুদ্ধে নয়, এটা সরকারের বিরুদ্ধে । কারণ বাংলাদেশের সরকারের কাছে অভিযোগ করে কোন লাভ হচ্ছে না। সরকার দেখেও না দেখার ভান করে আছে। সরকার পুরোপুরি সংখ্যা গুরুদের কাছে অসহায়।

 

One thought on “প্রিয়া সাহা – ট্রাম্পের কাছে গোটা বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ

  1. Pingback: বাঙ্গালীর ভাবমূর্তি ও আজকের প্যাঁচাল | সত্যের পুজারি

Leave a comment