আমাকে ভুল প্রমাণ করুন।
১। ঈশ্বরে বিশ্বাসের পেছনে কোন যুক্তি বা প্রমাণ নেই । এটি একটি যুক্তিহীন প্রমাণহীন বিশ্বাস । ঈশ্বরের অস্তিত্ব কেবল মানুষের মনে আছে, বাস্তবে নেই । তাই ঈশ্বরে বিশ্বাস মানুষকে অযৌক্তিক চিন্তা করতে শেখায়।
২। যখন আর অন্যকিছু করার থাকে না তখন মানুষ ঈশ্বরের কাছে সাহায্য চায়, এতে মনে কিছুটা সান্তনা পায় । কিন্তু আসলে ঈশ্বরের কোন কিছু করার শক্তি নেই
৩। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কেবল মানুষের মনোবল একটু বৃদ্ধি পায়- এছাড়া আর কোন উপকার নাই।
৪। ঈশ্বরের প্রার্থনা করে মানুষ তার প্রচুর মূল্যবান সময় অপচয় করে, ফলে তাদের পক্ষে দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না, সে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে।
৫। ঈশ্বরে বিশ্বাস সভ্যতার অগ্রযাত্রাকে ব্যাহত করছে । ধর্মবিশ্বাস পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অশিক্ষা, কুশিক্ষা, এবং কুসংস্কার কে পুজি করে ধর্ম গুলো বেঁচে থাকে।
৬। ঈশ্বরে বিশ্বাস মানব জাতির জন্য কখনো কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারেনি, বরং জগতের সকল হানাহানি ও ধ্বংসের পেছনে ধর্মবিশ্বাসীরা দায়ী। এর প্রমাণ ধর্মহীন দেশ গুলো পৃথিবীতে সব থেকে এগিয়ে।
৭। মানুষ অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে নিজদের গোত্রের সুভিধার জন্য এবং পরকালের লোভে অন্য গোত্রের মানুষকে খুন করতে
দ্বিধা করে না।
৮। ঈশ্বরে বিশ্বাস করা লোকদের নিজেদের দলভুক্ত ভাবা এবং নিজেদের দলের লোকদের দোষ না ধরা।
৯। ঈশ্বরে বিশ্বাসীরা অবিশ্বাসীদের ঘৃণা করা।

