শুক্রবারের লেখা

ব্যথা কি দেখা যায়? না, ব্যথা দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। এটাই মুমিনিয় যুক্তি এবং সৃষ্টিকর্তার প্রমাণ। ব্যথা দেখা যায় না শুধু অনুভব করা যায়, তাই আল্লাহ্‌ আছে। অনেকে আবার যুক্তি দেয় যে বুদ্ধি কি দেখা যায়? আপনার জ্ঞান আছে তা কি দেখা যায়?

কিন্তু এই একই যুক্তি যদি হিন্দুরা দেয় তাদের দেবতাদের অস্তিত্বের প্রমাণ হিসেবে, তখন তারা আবার অন্য ত্যানা নিয়ে আসবে। যেমন আপনি কোরান পড়ুন তাহলেই বুঝবেন এটা আল্লাহ্‌ ছাড়া কেউ লিখতে পারে না।

কিন্তু সত্যি কথা হচ্ছে, একটা বই পড়ে এটার লেখক কে, সে সম্বন্ধে তেমন কিছুই বোঝা যায় না।

ধরে নিলাম কোরানে এমন কিছু আছে, যা একজন অশিক্ষিত মেষপালকের পক্ষে লেখা সম্ভব নয়। কিন্তু টার অর্থ কি এই যে একজন ফেরেস্তা এসে বলে গেছে?

সেটার অর্থ শুধু এটাই যে এই বই কি ভাবে লেখা হয়েছে সেটা একটা রহস্য। আপনি তো অন্য সব সম্ভাবনা গুলো ভেবে দেখছেন না? এমনও তো হতে পারে যে কিছু এলিয়েন এসে তাকে বলে গেছে?

 

images (12).jpg

Leave a comment