যখন আমি বলি যে আমি নাস্তিক, তখন অনেকেই মনে করে যে আমি এটা দাবি করি যে সৃষ্টিকর্তা নেই। আসলে এটা আপনাদের ভুল ধারনা। নাস্তিক বা মুক্তমনারা কোনদিন বলে না যে আল্লাহ্ গড, ঈশ্বর নেই। বরং নাস্তিক বা মুক্তমনারা কোন ধর্মের সৃষ্টিকর্তায় বিশ্বাস করেনা প্রমাণের অভাবে।
Agnostic (অজ্ঞেয়বাদী) দের সম্পর্ক জ্ঞানের সাথে । যখন আপনি জানেন না যে সৃষ্টিকর্তা আছে কি নেই, তখন আপনি Agnostic । কিন্তু আপনি জানেন না মানে এই নয় যে আপনকে বিশ্বাস করতে হবে।
বিশ্বাস করার জন্য বা আমার জীবনযাপনের জন্য কোন বিষয়ে সম্পূর্ণ জানার প্রয়োজন নেই। এটা আমরা দাবিও করিনা। এবং কোন বিষয় সম্পর্কে হয়তো পুরোপুরি জানা কোনদিন সম্ভব ও হবেনা।
এখন সৃষ্টিকর্তার বিশ্বাস আপনার কাছে যুক্তিসংগত মনে হতে পারে কিন্তু কথা হচ্ছে আপনার বিশ্বাস সত্য কি না সেটা আপনি কিভাবে যাচাই করবেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে সৃষ্টিকর্তা একজন আসলেই আছে যে আপনাকে প্রতিটা মুহূর্ত দেখছে, আপনার সব সুখ দুঃখের গল্প শুনছে এবং সে আপনার জীবন নিয়ন্ত্রণ করে?